Saturday 29 June 2019

Souvik Bagchi

গল্প    
                        শৌ      ভি              বা            চী



                                        জ্যামিতিক





জ অবধি ত্রিভুজ আঁকতে পারে নি প্রমিত | বৃত্তই এঁকে গেছে | যার কেন্দ্রে একটা সময় একছত্র ছিল মা , আর তারপরে বউ প্রমিতা | এই দুই নারীকে ঘিরে আবর্তনের পথে শৈশব থেকে মধ্য যৌবনে পৌঁছে , প্রমিত বোঝে সে একা হাঁটতে পারে না | যার সঙ্গে হাঁটা , তার হাত টা নিজে ধরলেও , নিজের হাত টা তার দিকে সে কখনোই বাড়িয়ে দেয় নি | শুধু হেঁটে গেছে বা আবর্তিত হয়েছে নিছকই অভ্যেসের বশে |


এহেনো সেই প্রমিত ই যখন দেখলো , তারই বন্ধু সবুজ দরজার আড়ালে দাঁড়িয়ে প্রমিতা কে চুমু খাচ্ছে , তখন তার গা টা শিরশির করে উঠলো | এমনিতেই প্রমিতা আজকাল একটু দূরে দূরেই থাকে |কিন্তু সে যে অন্য খাদে বয়ে গেছে কল্পনাও করে নি প্রমিত | মনে করেছিল , তার হিসেব মেলানো পৃথিবীর সূর্যোদয়ে কোনো ব্যতিক্রম থাকবে না | কিন্তু সেই ব্যতিক্রম দেখেই সে প্রথমেই নিজের প্রতি অবিশ্বাসী হয়ে উঠলো | মনে হল তার ঠোঁট দুটো তার ই তো ? এই ঠোঁট দিয়েই কি সে আগে প্রমিতা কে চুমু খেয়েছে ? এই হাত দুটো তারই তো ?এই হাত দিয়েই সে প্রমিতা কে আদর করেছে ?


আর সেই চূড়ান্ত অবিশ্বাস থেকেই পরে এলো এক নি :সীম আতঙ্ক বোধ | সে যদি সত্যি প্রমিত না হয় , তাহলে প্রমিতের কাজ গুলো সে করতে পারবে তো ? অফিস এ ফাইল আপডেট করতে গিয়ে মনে হলো এটা প্রমিতের কাজ , সে পারবে না | এটিএম এ টাকা তুলতে গিয়ে মনে হলো এই কার্ড প্রমিতের , সে পারবে না | সে তাহলে কে ? প্রমিত নয় ? মায়ের প্রমিত মারা গেছে মা যাওয়ার সঙ্গেই | আর প্রমিতার প্রমিত বৃত্তে সে যেন নিতান্তই অনাহূত | সেখানে অনুপ্রবেশ সবুজের | প্রমিত সবুজ হতে চাইলো |


অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে সেদিন একগুচ্ছ ফুল রাখলো প্রমিতার ঘরের ফুলদানিতে | তারপর সবুজের মতোই চুমু খেতে গেলো প্রমিতা কে | প্রমিতা ঠেলে সরিয়ে দিলো | নিজের ঘরে এসে খানিক গুম হয়ে পড়ে রইলো প্রমিত | তারপর কি মনে হওয়াতে জামা প্যান্ট খুলে নিরাভরণ আয়নার সামনে দাঁড়িয়ে প্রতি টি প্রত্যঙ্গে খুঁজতে লাগলো সবুজ কে | পেলো না | পেলো না প্রমিতকেও | এক ঘুঁষি তে আয়নাটা ভেঙে দিলো সে | নানা জ্যামিতিক আকারে ভেঙে আয়নায় উঁকি দিলো অজস্র নগ্ন গা | যে জ্যামিতি গুলোমেলাতে পারে নি প্রমিত কোনোদিন | সে বুঝলো , তার না মেলানো এই জ্যামিতিক পৃথিবীটা ভেঙে গেছে চুরচুর হয়ে |



____________________________________________________________________

No comments:

Post a Comment