Saturday 29 June 2019

Bappaditya RoyBiswas

কবিতা
          বা প্পা দি ত্য   রা বি শ্বা


         যদি

আজ গাছের পাতাগুলো
বড্ড বেশি নড়ছে
দোয়েল শুনিয়ে শুনিয়ে শিস দিচ্ছে
পানকৌড়ি -- দেখিয়ে দেখিয়ে ডুব
কাঠঠোকরা গাছের গুঁড়ির এদিকে এসে 
আমাকে আড়চোখে রেখে
ঠোঁট ঘষছে
আজ মাঠময় ফ্লুওরোসেন্ট আলো
দূর থেকে ভেসে আসে সপ্রভ হাসি
মনে মনে ভয় হয়
আজকে বেরোলে যদি
ফেরত না আসি !




        বোধ

ছোট্ট কুয়োর জল
চাঁদের ছায়া বুকে
ভাবলো আকাশ ভেট পাঠালো
খাতায় রাখি টুকে
হঠাৎ বেখেয়ালে
রোদ পড়লে ঢুকে
ভাবে সূর্য বুঝি সভয়ে দেয়
অভিবাদন ঝুঁকে
ছোট্ট কুয়োর জল
জলকে যাবি চল
ঝড় বৃষ্টি জোয়ারভাঁটায়
থাকবি অবিচল




       ছাপ

যে যেদিকে যাওয়ার গেল
আমি নিজের মতোই আছি
ধাপ কাকে বলে
আর ঘাটই বা কী --
বারবার মিলেমিশে যায়...
শেষরাতে চুপিচুপি ঘাটে আসে যারা
গামছা এগিয়ে দিই -- আলগোছে পা মুছে
জলছাপ রেখে যায়, ধাপ গুনে রাখি






_______________________________________________________________________




No comments:

Post a Comment