কবিতা
বা প্পা দি ত্য রা য় বি শ্বা স
যদি
আজ গাছের পাতাগুলো
বড্ড বেশি নড়ছে
দোয়েল শুনিয়ে শুনিয়ে শিস দিচ্ছে
পানকৌড়ি -- দেখিয়ে দেখিয়ে ডুব
কাঠঠোকরা গাছের গুঁড়ির এদিকে এসে
বড্ড বেশি নড়ছে
দোয়েল শুনিয়ে শুনিয়ে শিস দিচ্ছে
পানকৌড়ি -- দেখিয়ে দেখিয়ে ডুব
কাঠঠোকরা গাছের গুঁড়ির এদিকে এসে
আমাকে আড়চোখে রেখে
ঠোঁট ঘষছে
আজ মাঠময় ফ্লুওরোসেন্ট আলো
দূর থেকে ভেসে আসে সপ্রভ হাসি
মনে মনে ভয় হয়
আজকে বেরোলে যদি
ফেরত না আসি !
ছোট্ট কুয়োর জল
চাঁদের ছায়া বুকে
ভাবলো আকাশ ভেট পাঠালো
খাতায় রাখি টুকে
হঠাৎ বেখেয়ালে
রোদ পড়লে ঢুকে
ভাবে সূর্য বুঝি সভয়ে দেয়
অভিবাদন ঝুঁকে
ছোট্ট কুয়োর জল
জলকে যাবি চল
ঝড় বৃষ্টি জোয়ারভাঁটায়
থাকবি অবিচল
ঠোঁট ঘষছে
আজ মাঠময় ফ্লুওরোসেন্ট আলো
দূর থেকে ভেসে আসে সপ্রভ হাসি
মনে মনে ভয় হয়
আজকে বেরোলে যদি
ফেরত না আসি !
বোধ
ছোট্ট কুয়োর জল
চাঁদের ছায়া বুকে
ভাবলো আকাশ ভেট পাঠালো
খাতায় রাখি টুকে
হঠাৎ বেখেয়ালে
রোদ পড়লে ঢুকে
ভাবে সূর্য বুঝি সভয়ে দেয়
অভিবাদন ঝুঁকে
ছোট্ট কুয়োর জল
জলকে যাবি চল
ঝড় বৃষ্টি জোয়ারভাঁটায়
থাকবি অবিচল
ছাপ
No comments:
Post a Comment