Saturday, 29 June 2019

Prabhat Choudhury

কবিতা

            ব্যাকরণ-চর্চা   ¤  প্রভাত চৌধুরী

১.

আমরা আমাদের সমাজবদ্ধ জীবনে বিশেষ্যকে যতটা গুরুত্ব দিয়েছি 
সর্বনাম-কে তার কণামাত্র দিইনি 
 অথচ সর্বনামকে বাদ দিয়ে কোনো বিশেষ্য 
খুব বেশিদূর অগ্রসর হতে পারে না

বিশেষ্য-র গন্তব্য কি পূর্বনির্ধারিত থাকে 
 একথা জানা যাবে কীভাবে 
জানা যাক বা না-যাক 
বিশেষ্য কিন্তু সবসময় সর্বনামকে
তার যাত্রাসঙ্গী করে নেয়


২.

আমরা সবসময় বিশেষিত হতে পছন্দ করি
একটা কাকও ময়ূরপুচ্ছ সংগ্রহে উদ্ গ্রীব থাকে
একটা কোকিলও কাকের বাসার সন্ধান করে 
 মা হবার বাসনায়

আমাদের মতো কিছু মানুষজন
'কবি' বিশেষ্যটিকে 
 বিশেষণে রূপান্তরের জন্য সচেষ্ট থাকেন

তাঁদের অবগতির জন্য জানিয়ে রাখি
বিশেষ্য যেমন একটি পায়ের নাম
তেমনি অন্য আর একটি পায়ের নাম বিশেষণ

আর ' পদ ' -কে যে আমরা পা কিংবা চরণ নামে 
চিহ্নিত করি 
এটাও মনে রাখতে চাই





___________________________________________________________________

No comments:

Post a Comment