সো ম না থ বে
নি য়া
ঢেউ কারোর একার নয়
তুলি থেকে চুঁয়ে পড়ছে রঙ, তরল জীবন, সাদা ক্যানভাস
উদ্ভাসিত ছবি সে-কী এককের, না কি সকলের
যা কিছু বলছে তার ভাষাবোধ আন্তরিক অভিধান
খুঁজলে পাওয়া যাবে কোলাহলের ফাঁকে নৈঃশব্দ্যের ডট কম
সব উচ্চারণ কিছু বলে, নির্দেশ করে বাঁচার পার্টস অব স্পিচ
সেখানে ব্যতিক্রম থাকবে, পরীক্ষামূলক হলুদ আলো থাকবে
দাঁড়িয়ে পড়লেই ব্যবধান, পেরিয়ে যাওয়ার অনন্য প্রয়াস
পাঁজরের গায়ে হৃদ্ধ্বনির কোলাজ
বুকে হাত রাখলে হাতের রেখায় উঠে আসে তার প্রতিবিম্ব
ওখানে অনুভব, ব্যক্তিগত তর্ক, অপ্রয়োজনীয় আড়চোখ
দিন হোঁচট খেলে হালকা অন্ধকার হয়
চোখের ভুল নয়, মনের ভ্রম নয়, অসহায় খিদে নয়
নির্মাণের ভিতে ভালোবাসা না থাকলে ভঙ্গুর একটি স্বপ্ন নিয়ে
কুয়োকে ভাবি ডোবা, ডোবাকে ঝিল, ঝিলকে সমুদ্র
ঢেউ কারোর একার নয়, সব স্পর্শ অজুহাত নয় ...
উদ্ভাসিত ছবি সে-কী এককের, না কি সকলের
যা কিছু বলছে তার ভাষাবোধ আন্তরিক অভিধান
খুঁজলে পাওয়া যাবে কোলাহলের ফাঁকে নৈঃশব্দ্যের ডট কম
সব উচ্চারণ কিছু বলে, নির্দেশ করে বাঁচার পার্টস অব স্পিচ
সেখানে ব্যতিক্রম থাকবে, পরীক্ষামূলক হলুদ আলো থাকবে
দাঁড়িয়ে পড়লেই ব্যবধান, পেরিয়ে যাওয়ার অনন্য প্রয়াস
পাঁজরের গায়ে হৃদ্ধ্বনির কোলাজ
বুকে হাত রাখলে হাতের রেখায় উঠে আসে তার প্রতিবিম্ব
ওখানে অনুভব, ব্যক্তিগত তর্ক, অপ্রয়োজনীয় আড়চোখ
দিন হোঁচট খেলে হালকা অন্ধকার হয়
চোখের ভুল নয়, মনের ভ্রম নয়, অসহায় খিদে নয়
নির্মাণের ভিতে ভালোবাসা না থাকলে ভঙ্গুর একটি স্বপ্ন নিয়ে
কুয়োকে ভাবি ডোবা, ডোবাকে ঝিল, ঝিলকে সমুদ্র
ঢেউ কারোর একার নয়, সব স্পর্শ অজুহাত নয় ...
বীজগণিত
তারপর সিঁড়ির শেষ ধাপের নিচে অন্ধকার
পা
ফেলার শব্দে যত কথা থাকে,
তার কতটা হৃদয় বোঝে
কতটাই-বা উচ্চারিত ঠোঁটে ...
তার কতটা হৃদয় বোঝে
কতটাই-বা উচ্চারিত ঠোঁটে ...
সংসার মানে বুকপকেট
চোরাপকেট মানে প্রেম
চোরাপকেট মানে প্রেম
যাপনের লিপিমালা বীজগণিত
অসংখ্য সূত্র ...
নিশ্চিত সমাধানের আশায় শরীর ছুঁয়ে -
মন বিকেলের বাগান
কে দোলে – হাওয়া !
নাকি হাওয়ায় দোলে উত্তর
সমীকরণ বুঝে
একটি ছাতার নিজের ধূসর ফেলে যায় -
ওড়ার অনুমোদন নিয়ে ...
অসংখ্য সূত্র ...
নিশ্চিত সমাধানের আশায় শরীর ছুঁয়ে -
মন বিকেলের বাগান
কে দোলে – হাওয়া !
নাকি হাওয়ায় দোলে উত্তর
সমীকরণ বুঝে
একটি ছাতার নিজের ধূসর ফেলে যায় -
ওড়ার অনুমোদন নিয়ে ...
লোডশেডিং
এই
অন্ধকার, শরীরের কথা জানতে চায় না
বরং বিশ্বাসের সেতু দুলে উঠলে,
পায়ের আঙুলে মাটির আড়ষ্টতা -
নবীন পলির সাথে,
পাড়ের গোপন অনালোচ্যপর্ব তুলে ধরে ...
বরং বিশ্বাসের সেতু দুলে উঠলে,
পায়ের আঙুলে মাটির আড়ষ্টতা -
নবীন পলির সাথে,
পাড়ের গোপন অনালোচ্যপর্ব তুলে ধরে ...
ওখানে সহ্য
সহ্যের সীমারেখা ধরে ভরসার ডালপালার
দিগন্ত ছোঁয়ার বিস্তার এক নৈসর্গিক ছায়ামন
এই মনের তৃপ্তি স্নায়ুমণ্ডলে নীল ভাঙা বৃষ্টি আনে
হেতুর আত্মহননে ...
নির্মল সেই ধারায় আবহমান জীবন উচ্ছল, আত্মহারা
সহ্যের সীমারেখা ধরে ভরসার ডালপালার
দিগন্ত ছোঁয়ার বিস্তার এক নৈসর্গিক ছায়ামন
এই মনের তৃপ্তি স্নায়ুমণ্ডলে নীল ভাঙা বৃষ্টি আনে
হেতুর আত্মহননে ...
নির্মল সেই ধারায় আবহমান জীবন উচ্ছল, আত্মহারা
অন্ধকার মাঝেমধ্যে দিনের ইচ্ছের কথা জানতে চায়
এও কি কোনো পরিহাস !
বলেই হয়ত, ইতিহাসও অদম্য হয়ে ওঠে
ভূগোলের শর্ত ভুলে
রাতের প্রেক্ষাগৃহে বিরতির লোডশেডিং -
দিনের কথা বলে ...
এও কি কোনো পরিহাস !
বলেই হয়ত, ইতিহাসও অদম্য হয়ে ওঠে
ভূগোলের শর্ত ভুলে
রাতের প্রেক্ষাগৃহে বিরতির লোডশেডিং -
দিনের কথা বলে ...
সুদূরপ্রসারী
কীভাবে উৎসব করি
সকাল আসলে মৃত শিশিরের সমাধি
হাই তোলা মানে নিশ্বাসের পাশে কমা দেওয়া
আশ্রয় অর্থে পুনর্জন্মের বাসনা
সকাল আসলে মৃত শিশিরের সমাধি
হাই তোলা মানে নিশ্বাসের পাশে কমা দেওয়া
আশ্রয় অর্থে পুনর্জন্মের বাসনা
প্রয়োজন বুঝে শিকড় এগোয় মাটির গভীরে
ক্ষত নিয়ে বাঁচতে চায় প্রেম
লোভের ফেস্টুনে হতাশার নোনা হাওয়া লাগে
হৃদয়ের স্পন্দন নয়-ছয় হয় ধূসর রক্তচাপে
ক্ষত নিয়ে বাঁচতে চায় প্রেম
লোভের ফেস্টুনে হতাশার নোনা হাওয়া লাগে
হৃদয়ের স্পন্দন নয়-ছয় হয় ধূসর রক্তচাপে
এরপরও কীভাবে উৎসব করি
ঈশ্বর আদপে আক্ষেপ
তুমি বলতে ছায়াপথ, সুদূরপ্রসারী ..
ঈশ্বর আদপে আক্ষেপ
তুমি বলতে ছায়াপথ, সুদূরপ্রসারী ..
__________________________________
No comments:
Post a Comment