Monday 1 October 2018

Sukla Malakar


                শু    ক্লা             মা   লা   কা   


                                    
        অর্কিড

 ভুরুর নীচের খাদে জল জমছিল
টুপ করে ঝরে পড়ল কয়েক ফোটা
পাতায় যতটুকু ধুলো ছিল ধুয়ে গেল
বহু আকঙ্খার বিদেশী অর্কিড
সময় নিয়ে ছড়িয়েছে শিকড়
কত যত্ন, কত সাধ্য সাধনার কুঁড়ি
কুঁড়ি থেকে পাপড়ি চোখ মেলেছে
এই রঙিন মাখামাখি আজ চলে যাবে
নতুন আবহাওয়ায় নতুন যত্নে ফুল ফোটাবে
থেকে যাবে তার বেড়ে ওঠার সময়

 এইভাবে ঘরে ঘরে বেড়ে ওঠা অর্কিড একদিন
ফেলে যায় পরিতক্ত নাড়ীর হতভাগ্য পালক।




       ঘাতক

 কিছু কিছু অবিশ্বাস থেকে জন্ম নেয়
ব্রিজ ভাঙার মন্ত্র
ফাঁকতালে ঢুকে পড়ে এলোমেলো ভেজা ঠিকানা
ধার্মিক ঘাতক আড়িপাতে
কিছু কিছু মুখ ভাসে আবুলিশ
ভিতরে অবান্তর ক্রোধ
ভাঙা জানালায় ছায়া ছায়া পাহারাদার
ছায়ারাও প্রতারক হয়
ব্রিজ ভেঙে গেলে বন্দুকের ডগায়
উঠে আসে বন্ধুত্ত্বের ফসিল



_______________________________________________



No comments:

Post a Comment